Nape at a glance
Location:
College Road (Gohailkandi ), Mymensingh (Just after the Railway Crossing)
Total area of land: 5.23 acre
In 1978 it was first founded as "Mymensingh College of Education"
In 1982 it was named as "Academy for Fundamental Education"
In 1985 it was named as "National Academy for Primary Education (NAPE)"
On October 1 2004 this NAPE is declared as an autonomous Organization.
Communication:
From any part of Mymensingh City Get up to Town Hall Turning (Moor)===è Straight College Road ==è Go up to College Road Railway Crossing =è Cross the Rail Way Truck after 100 meters you will get the NAPE Gate.
Phone: 091-66305
Phone: 091-66305
যে সব বিশ্ববিদ্যালয় সাধারণত কোনো দেশের সরকার দ্বারা প্রধানত আর্থিক সুবিধা পেয়ে থাকে তাদেরকে সরকারি বিশ্ববিদ্যালয় বলা হয়। অপর দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাধারণত সরকার থেকে আর্থিক সুবিধা পায় না। পৃথিবীর কোনো দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারী আবার কোনো দেশে বেসরকারী হিসেবে দেখা যায়। অনেক দেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ও গবেষণা কার্যক্রমের দিক থেকে উন্নতমানের হয়ে থাকে।
আমরা পাঠক ও ব্যাবহারকারীগণের সুবিধার্থে এসব বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক প্রকাশ করলাম-
- Public University- (সরকারি বিশ্ববিদ্যালয়)।
- Privet University- (বেসরকারি বিশ্ববিদ্যালয়)।
- National University- (জাতীয় বিশ্ববিদ্যালয়)।
- All University of Bangladesh- (বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সমূহ)।
গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির ওপর বিশ্ববিদ্যালযটি প্রতিষ্ঠিত।
ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সমূহ অধিভুক্ত কলেজের তদারকি করতে গিয়ে অভ্যন্তরিন শিক্ষাকার্যক্রম পরিচালনায় বাড়তি চাপে ছিল। সেই চাপ কমাতে ও অধিভূকক্ত কলেজগুলোর মানউন্নোয়নে ১৯৯২ সালে সংসদে এক আইন পাসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। যে আইনটি জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২নামে অভিহিত৷
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ নতুন সিলেবাসের মাধ্যমে ২০০১-২০০২ শিক্ষাবর্ষ হতে চার(৪) বছর মেয়াদী স্নাতক(সম্মান) ও এক(১) বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু করেছে। এছাড়াও তিন(৩) বছর মেয়াদী স্নাতক(পাস) কোর্স রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. ও এম.ফিলের. ব্যবস্থাও আছে।
সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সরকারি ও বেসরকারি কলেজের সংখ্যা ২ হাজার ১৫৪টি। যার মধ্যে ৫৫৭টি কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট। (1)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট। (2)