NURITBD-The best site for user and visitors. Visit & Download from-'www.nuritbd.blogspot.com'. It's 100% free.|Visit Your Exam Results on NURITBD-Result Portal.

NOTICE

E-GP Registration & Tendering here!
Low cost, Fully protected, Tendering with full confident.
Contact: 008801945226325.
Visit:  NURITBD.




Notified that my dear users and visitors the site is currently upgraded for more friendly & helpful.


You are mostly welcome for visit NURITBD next time, Thank You.









General and Madrasa(Ebtedayi) Education.

Individual             Programme Wise
RESULT SHOW   or   DPE Website



JSC-JDC SSC-DAKHIL SSC (Vocational) HSC-ALIM 
HSC (Vocational) HSC (BM) DIPLOMA IN COMMERCE
DIPLOMA IN BUSINESS STUDIES






যে সব বিশ্ববিদ্যালয় সাধারণত কোনো দেশের সরকার দ্বারা প্রধানত আর্থিক সুবিধা পেয়ে থাকে তাদেরকে সরকারি বিশ্ববিদ্যালয় বলা হয়। অপর দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাধারণত সরকার থেকে আর্থিক সুবিধা পায় না। পৃথিবীর কোনো দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারী আবার কোনো দেশে বেসরকারী হিসেবে দেখা যায়। অনেক দেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ও গবেষণা কার্যক্রমের দিক থেকে উন্নতমানের হয়ে থাকে।

আমরা পাঠক ও ব্যাবহারকারীগণের সুবিধার্থে এসব বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক প্রকাশ করলাম-


গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির ওপর বিশ্ববিদ্যালযটি প্রতিষ্ঠিত।
ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সমূহ অধিভুক্ত কলেজের তদারকি করতে গিয়ে অভ্যন্তরিন শিক্ষাকার্যক্রম পরিচালনায় বাড়তি চাপে ছিল। সেই চাপ কমাতে ও অধিভূকক্ত কলেজগুলোর মানউন্নোয়নে ১৯৯২ সালে সংসদে এক আইন পাসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। যে আইনটি জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২নামে অভিহিত৷
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ নতুন সিলেবাসের মাধ্যমে ২০০১-২০০২ শিক্ষাবর্ষ হতে চার(৪) বছর মেয়াদী স্নাতক(সম্মান) ও এক(১) বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু করেছে। এছাড়াও তিন(৩) বছর মেয়াদী স্নাতক(পাস) কোর্স রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. ও এম.ফিলের. ব্যবস্থাও আছে।

সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সরকারি ও বেসরকারি কলেজের সংখ্যা ২ হাজার ১৫৪টি। যার মধ্যে ৫৫৭টি কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়।


Links of National University-
NU Results, NU Admission, NU Login, NU Syllabus, NU Notice Board, NU Download.