NURITBD-The best site for user and visitors. Visit & Download from-'www.nuritbd.blogspot.com'. It's 100% free.|Visit Your Exam Results on NURITBD-Result Portal.

BLOGS


নিশাচর
নুরুজ্জামান নাঈম

মনেরে কহি লাজে
সারাটা জীবন
বৃথা রহিলি
রঙ তুলির-ই মাঝে।

না আঁকি তরু ছায়া
অকারণে শুধু
তৈরী করিলি
তার-ই তরে মহামায়া।

হবে কীরে আঁখিজলে?
মনচোরা যত
হিসেব কষিলি
আজি গেল বিফলে।

মালা গাঁথি ও-ফুলে
বলে যা...!
কত রহিবি?
আর কতক ভুলে।

দেখি কোন্ ঝড়?
কবে বদলাবি
কিসে সুধায়িবি
ওরে ও নিশাচর।।






যাতনা
নুরুজ্জামান নাঈম

প্রেম তৃষ্ণায় তীর্থ যাত্রা
যে জন করিত রোজ,
কেঁদে কমিয়েছে কত রাতরা
তার হৃদয়ের বোঝ।

হরেক রঙের প্রত্যুষ তার
কেটে গেছে সদা হেঁসে,
হাঁসি ছিলনা জীবনে যার
থাকনা সে জলে ভেঁসে।

দুপাঁয়ে চড়ে উষ্ণ ধরাতে
যত সে পেরিয়েছে পথ,
জীবন তাহার ক্লান্তি হরাতে
ধীরে হয়ে গেছে শ্লথ।

সেই মহাশয় বিদ্যা-জ্ঞানে
রহেনি এতটা পিছু,
পায়নি জেনেও মারেনি প্রানে
রেখেছে যাতনা কিছু।।


Posted:  28/08/2014
Visit More>>

বিঃদ্রঃ এই কবিতাগুলো এখনো বই আকারে প্রকাশিত হয়নি। এর সম্পূর্ণ কপিরাইট লেখকের আওতাধীন।
এটি শুধুমাত্র পড়া ও মন্তব্য প্রকাশের উপযোগী। কোন প্রকার অনুলিপি করা সম্পূর্ণ নিষিদ্ধ।


 

1 comment: